Khoborerchokh logo

গাজীপুরে কঠোর লকডাউন কার্যকরে বসানো হয়েছে ৫০ চেক পয়েন্ট 300 0

Khoborerchokh logo

গাজীপুরে কঠোর লকডাউন কার্যকরে বসানো হয়েছে ৫০ চেক পয়েন্ট

আলমগীর কবীর:
গাজীপুরে কঠোর লকডাউন কার্যকর করতে বৃহস্পতিবার (১ জুলাই)২০২১ইং থেকে ৫০টি চেক পয়েন্ট বসানো হয়েছে।এসব চেক পয়েন্টে কাজ করছে তিন প্লাটুন সেনাসদস্য,তিন প্লাটুন বিজিবি এবং পর্যাপ্ত সংখ্যক র‌্যাব ও পুলিশ।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন,জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ ৫০টি পয়েন্টে কাজ করছেন। এরমধ্যে জেলা প্রশাসনের ১৮টি চেক পয়েন্টে এবং জেলা পুলিশ ও মেট্রোপলিটনের আরও ৩২টি চেক পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট,তিন প্লাটুন সেনাসদস্য,তিন প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক র‌্যাব ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
এসব পয়েন্টে লকডাউনে তারা যানবাহন,দোকান-পাট খোলা নিয়ন্ত্রণ,যাত্রী বা শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিতে কাজ করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮টি টিমে ১৮ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান জানান, লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তয়নে গাজীপুর মহানগরে তাদের সাড়ে চারশ’ ফোর্স কাজ করছেন। তাদের একটি পিকেট ডিউটি,২৭টি মোবাইল টিম যানবাহন নিয়ন্ত্রণ,ব্যবসা প্রতিষ্ঠান খোলা-বন্ধ রাখাসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন।
সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর গোলাম ফারুক জানান, শুধুমাত্র পণ্যবাহী ট্রাক,পিকআপ ছাড়া কোন যাত্রী পরিবহন গাড়ী আমরা পাইনি । ব্যক্তিগত প্রাইভেট কারে তল্লাশি করে,সুনিদৃষ্ট কারণ ছাড়া সরকারী নির্দেশনানুযায়ী আইনগত ব্যবস্থা নিচ্ছি । 
 ঢাকা-মযমনসিংহ মহাসড়কের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন জানান,পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পণ্যবাহী গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। তবে ব্যানার-স্টিকারযুক্ত কিছু কারখানার শ্রমিকবাহী যানবাহন যাচাই সাপেক্ষে চলতে দেওয়া হচ্ছে। তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করে দেওয়া হচ্ছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com